loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সূচকের ঊর্ধ্বমুখীতায় বছর শুরু


সূচকের ঊর্ধ্বমুখীতায় বছর শুরু

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থানের মাধ্যমে নতুন বছরের প্রথম কার্যদিবসের লেনদন শেষ হয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার। তবে বৃহস্পতিবার দুই বাজারেই লেনদেনের পরিমাণ কিছুটা কমেছিল। মূল্যসূচকের পাশপাশি এদিন উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে আজ লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১১০টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

অপরবাজার সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫২টির এবংঅপরিবর্তিত রয়েছে ২১টির দাম।দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯১ পয়েন্টে।বাজারটিতে আজ মোট ৩৭৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৮ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে বছরের প্রথম দিনে (সোমবার) লেনদেন কমেছে ২৫৩ কোটি ৭৪ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে সর্বাধিক লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার। আজ কোম্পানিটির ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকার। আর ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।লেনদেনে এরপর রয়েছে - ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ডিএসএসএল, আলিফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক এবং রূপালী ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৫২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। সিএসইতে সোমবার মাত্র ৩৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।

- সূত্রঃ জাগো নিউজ ২৪

Loading...