loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বাদ পড়ছেন সাব্বির!


বাদ পড়ছেন সাব্বির!

জাতীয় ক্রিকেট লীগের শেষ রাউন্ডের ম্যাচে এক দর্শককে পেটানোর দায়ে বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির রহমান। বিসিবির শৃঙ্খলা কমিটি তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে। এছাড়া ২০ লাখ টাকা জরিমানা ও ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র আগামী পর্ষদ সভায় এ-সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে বিপিএলের সময় মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় তামিম ইকবালকে পাঁচ লাখ টাকা জরিমানা ও সতর্ক করার সুপারিশ করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গত ২১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন এক কিশোর দর্শককে মারধরের অভিযোগ ওঠে সাব্বিরের বিরুদ্ধে। ম্যাচ রেফারি এ-বিষয়ে সাব্বিরের কাছে জানতে চাইলে তাকেও ‌হুমকি দেন তিনি।

ম্যাচ রেফারির রিপোর্ট পাওয়ার পর শুনানি শেষে সাব্বিরের শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান সোমবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, সাব্বিরের বিষয়ে আলোচনা হয়েছে। শুনানির পর বিসিবির শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। তাঁর বিষয়ে প্রস্তাব এসেছে, যে-কেন্দ্রীয় চুক্তি আছে, সেটি থেকে সে বাদ পড়তে যাচ্ছেন সাব্বির। সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা। পাশাপাশি ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

যাহোক, ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক দলে আছেন সাব্বির। ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো বাধা নেই।

শৃঙ্খলাভঙ্গের কারণে আগেও শাস্তি পেয়েছেন সাব্বির। ২০১৬ সালে বিপিএলে শৃঙ্খলা ভঙ্গ করায় দিতে হয়েছিল ১২ লাখ টাকা জরিমানা। বিপিএলের পঞ্চম আসরেও শাস্তি পেয়েছেন তিনি।

Loading...