loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ইংল্যান্ড দলে ‘ক্রেন’!


ইংল্যান্ড দলে ‘ক্রেন’!

অ্যাশেজের পঞ্চম টেস্টের মাধ্যমে সিডনিতে ইংল্যান্ড দলে অভিষিক্ত হতে যাচ্ছেন ম্যাসন ক্রেন। অলরাউন্ডার মঈন আলী বা পেসার টম কারেনের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন ২০ বছর বয়সী এ লেগ স্পিনার। তবে পিচের কন্ডিশন অনুযায়ী যদি দুজন স্পিনারকে দরকার হয়, সেক্ষেত্রে মঈন আলীকেও রাখতে পারে নির্বাচকরা। গতবছর এ সিডনিতেই গর্ডনের হয়ে খেলেছেন ক্রেন। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লীগে গর্ডনের হয়ে খেলে সর্বাধিক উইকেট শিকারী হন তিনি। এরপর নিউ সাউথ ওয়েলসের শেফিল্ড শিল্ডের জন্য ক্রেনেকে নির্বাচন করা হয়।

এর মাধ্যমে ১৯৬০ সালে উইলিয়াম ক্যাফিনের পর কোনো ইংলিশ খেলোয়াড়কে শেফিল্ড শিল্ডের জন্য বাছাই করা হয়। তবে ইংল্যান্ড দলে তার টেস্টে অভিষেকের বিষয়টি ক্রেনের জন্য অবাক করার মতোই। কেননা ২০১৭ চ্যাম্পিয়নশীপে মাত্র ১৬ উইকেট শিকার করেছেন ম্যাসন ক্রেন।

Loading...