loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দুর্ঘটনার কারণে আবারও ট্রেনের সিডিউল বিপর্যয়


দুর্ঘটনার কারণে  আবারও ট্রেনের সিডিউল বিপর্যয়

সম্প্রতি ঈশ্বরদীতে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। গাজীপুরে ট্রেন ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা রেলরুটের চিত্রা এক্সপ্রেস প্রায় সাড়ে ৭ ঘণ্টা দেরিতে চলাচল করছে। এ ছাড়া রাজশাহী, লালমনিরহাট ও দিনাজপুরের সঙ্গে ঢাকার যাত্রীবাহী ৪টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় থেকে ৫ ঘণ্টার দেরিতে চলাচল করছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, পৌষের কনকনে শীতে বেশ দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনার কারণে ট্রেনযাত্রীদের অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া নির্ধারিত সময়ে ট্রেনগুলোর ফিরে আসা সম্ভব হবে না। কিছুটা দেরিতেই চলাচল করবে ট্রেনগুলো।

Loading...