loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

বাণিজ্য মেলায় এখনো চালু হয়নি অনেক স্টল


বাণিজ্য মেলায় এখনো চালু হয়নি অনেক স্টল

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বিদেশি প্যাভিলিয়ন ও স্টল। কিন্তু এবারের মেলার কিছুদিন পেরিয়ে গেলেও বেশির ভাগ বিদেশি প্যাভিলিয়ন এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। অনেক স্টল তৈরির কাজ এখনো চলুই হয়নি। শুধু বিদেশি প্যাভিলিয়ন নয়, মেলায় সাধারণ অনেক স্টলও গতকাল মঙ্গলবার পর্যন্ত চালু করা হয়নি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইসিবি) তথ্য অনুসারে, ৫৮৯টি বিভিন্ন শ্রেণির প্যাভিলিয়ন ও স্টল নিয়ে এবারের মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। এর মধ্যে একটি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, ৬৫টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১৫টি সাধারণ প্যাভিলিয়ন, ২৬টি বিদেশি প্যাভিলিয়ন, ৬টি সংরক্ষিত প্যাভিলিয়ন, ৭টি সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, ৭২টি প্রিমিয়ার স্টল, ১৩টি বিদেশি প্রিমিয়ার স্টল, ২৬১টি সাধারণ স্টল, ৩১টি খাবারের স্টল, নারীদের জন্য সংরক্ষিত ২০টি স্টল এবং একটি বাণিজ্য তথ্যকেন্দ্র রয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। 

প্রাপ্তবয়স্কদের জন্য মেলায় প্রবেশ টিকিটের দাম ৩০ টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

এদিকে মেলায় দর্শনার্থীদের যাওয়ার হার এখনো খুবই কম। ব্যবসায়ীরা আশা করছেন, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বাড়বে।

Loading...