loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

দেশের প্রথম ছয় লেনের উড়ালসেতু চালু হচ্ছে


দেশের প্রথম ছয় লেনের উড়ালসেতু চালু হচ্ছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ছয় লেনের উড়ালসেতু (ফ্লাইওভার) আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। দুপুর ১২টায় ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ালসেতু উদ্বোধন করবেন। এরপর তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ-তথ্য নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে দেশের প্রথম ছয় লেনের উড়ালসেতুটি নির্মিত হয়েছে।

ভিডিও কনফারেন্সের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী এ-সময় ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সাংসদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও উপস্থিত থাকবেন,  স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের ছয় লেন উড়ালসেতু শুধু ফেনীবাসীর নয়, সারা দেশের যোগাযোগের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করবে। কমে যাবে যানজট। বহু প্রতীক্ষিত মহিপাল উড়ালসেতু চালুর খবর শুনে স্থানীয় লোকজন উচ্ছ্বসিত। তবে মহাসড়কের ফেনীর ফতেপুর রেলক্রসিং এলাকায় নির্মাণাধীন ওভারপাসের কাজ শেষ না হলে মহিপালের ছয় লেনের উড়ালসেতু যানবাহন চলাচলের জন্য খুলে দিলেও তার সুফল পাওয়া যাবে না বলে মনে করেন অনেকে। যানবাহনগুলো ফতেপুর রেলক্রসিং এলাকায় গিয়ে এক লেনেই পার হতে হবে।

জানা গেছে, ১৮১ কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেনের উড়ালসেতু নির্মাণকাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই শেষ হয়েছে। উড়ালসেতুটি ছয় লেনের হলেও সেতুর নিচের দুই পাশের চার লেনও চালু থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মহিপালে এখন ১০ লেন সড়কই হচ্ছে।

প্রকল্প সূত্র জানায়, ২০১৫ সালের ১ এপ্রিল উড়ালসেতুর কাজ শুরু হয়। কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ২০১৮ সালের ৩০ জুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়েছে। মূল উড়ালসেতুর দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার। এতে ১১টি স্প্যান ও গার্ডার রয়েছে ১৩২টি। আছে সংযোগ সড়কও।

Loading...