loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আর্সেনাল-চেলসি ম্যাচ শেষ হলো ড্র-তে


আর্সেনাল-চেলসি ম্যাচ শেষ হলো ড্র-তে

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএলে) উত্তেজনাপূর্ন ম্যাচে মুখোমুখি হয়েছিলো আর্সেনাল ও চেলসি। তবে ম্যাচশেষে জয় পায়নি কেউই। চলতি মৌসুমে প্রথম দেখাতেও ড্র করেছিল দু’দল। এবার ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে আতিথিয়েতা জানায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা যেখানে গত বছর সেপ্টেম্বরেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল আর্সেনাল।

খেলার প্রথমার্ধ আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিক আর্সেনাল। খেলার ৬৩ মিনিটে ডি বক্সের বাঁদিক থেকে জোড়ালো শটে দলের লিড পাইয়ে দেন জ্যাক উইলশেয়ার। ইংলিশ এ মিডফিল্ডার ২০১৫ সালের পর গানারদের জার্সিতে প্রথম গোল করলেন। কিন্তু চার মিনিট পরই প্রতিপক্ষের এডেন হ্যাজার্ড পেনাল্টি থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। স্প্যানিশ ফুটবলার মার্কোস আলোনসোর গোলে জয়ের সম্ভাবনা জাগে অ্যান্তোনিও কোন্তের শিষ্যদের। কিন্তু যোগ করা সময়ে হেক্টর বেল্লেরিনের দুর্দান্ত গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে আর্সেনাল।

ম্যাচশেষে ইপিএলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২২ ম্যাচ খেলা আর্সেনাল ৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে। সমান ২২ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ১৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। আর টটেনহ্যাম হটস্পার ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।

Loading...