loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি

  • সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফল প্রকাশিত

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

  • এফএ কাপে টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যানইউ

  • ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

এনবিআর চেয়ারম্যান হলেন মোশাররফ হোসেন


এনবিআর চেয়ারম্যান হলেন মোশাররফ হোসেন

মোশাররফ হোসেন ভূঁইয়াকে দুই বছরের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।  এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ছিলেন মো. নজিবুর রহমান। গত ৩১ ডিসেম্বর মো. নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়।

নতুন দায়িত্ব পেয়ে মোশাররফ বলেছেন, রাজস্ব বাড়াতে এনবিআরের আগের চেয়ারম্যানরা যে সব উদ্যোগ নিয়েছিলেন, তা বেগমান করতে উদ্যোগী হবেন তিনি।

নরসিংদী জেলার মোশাররফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। 

Loading...