loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

মোস্তাফা জব্বারকে শুভেচ্ছা জ্ঞাপন


মোস্তাফা জব্বারকে শুভেচ্ছা জ্ঞাপন

নব নিযুক্ত ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিবিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিষয়ক পেশাজীবীদের বৃহত্তম রেজিস্টার্ড সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আগারগাঁওয়ের বাংলাদেশ আইসিটি মন্ত্রনালয়ের অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ডঃ হাফিজ মোঃ হাসান বাবু মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডঃ হাসান বাবু বলেন, আমরা বিশ্বাস করি,  বাংলাদেশের আইসিটি ক্ষেত্রটি মোস্তফা জব্বারের মত একজন অভিজ্ঞ, দক্ষ এবং ভিশনারি মন্ত্রীর হাত ধরে অনেকদূর এগিয়ে যাবে। বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নতুন নির্বাচিত কমিটির পক্ষ থেকে নতুন কমিটির শ্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশী মেধা ও প্রযুক্তির অগ্রাধিকার’ ও মন্ত্রীকে জানান হয়।

উল্লেখ্য, মাননীয় মন্ত্রীও  দায়িত্ব গ্রহণ করে দেশী মেধা ও দেশী সফটওয়ারকে প্রাধান্য দেবার কথা বলেছেন এবং বিদেশনির্ভরতা কমানোর জন্য কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। তিনি নতুন এই দায়িত্বে সমমনা সকল সংগঠনকে একসাথে কাজ করার আহবান জানান।  উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মহাসচিব পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্ট মোঃ তমিজ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) এসকে মোঃ জামিনুর রহমান, ট্রেজারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স বিভাগের চেয়ারম্যান ডঃ লাফিফা জামালসহ  নতুন কমিটির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Loading...