loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

মার্চে ঢাকায় আইটি প্রফেশনালস মিটআপ


মার্চে ঢাকায় আইটি প্রফেশনালস মিটআপ

বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে আগামী ১০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “আইটি প্রফেশনালস মিটআপ”। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে ( হল অফ ফেইম) তথ্যপ্রযুক্তি পেশাদারদের নিয়ে দেশের সর্ববৃহৎ এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে শনিবার (৬ জানুয়ারি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পেশাদারসহ এই খাতের দেশের সেরা কর্পোরেট আইকনরা কথা বলবেন। সেমিনারটিতে আইওটি, ডাটা সায়েন্স, প্রোগ্রামিং, থিম ডেভলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংসহ স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে আইটি তথ্যপ্রযুক্তি পেশাদারদের চাকরির বাজার ও চাকরিতে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করবেন।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি শিল্পের বর্তমান অবস্থা এবং বিশ্বের প্রযুক্তি উন্নয়নের সাথে বাংলাদেশের ক্রমান্বয় ধারাবাহিকতা নিয়ে কথা বলবেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। উন্নত দেশগুলির সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির বিকাশ এবং বাংলাদেশে এর বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হবে।  

বাংলাদেশ ইনোভেশন ফোরাম-এর প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে তরুণ প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য। তরুণ প্রজন্মের এগিয়ে আসা এবং সম্ভাবনার বিভিন্ন বিষয় নিয়ে বিজনেস ইনোভেশন সামিটের আয়োজনে থাকছে “আইটি প্রফেশনালস মিটআপ”। আমরা চেষ্টা করবো এই মিটআপ-এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে বর্তমান বাংলাদেশে আইটি শিল্পের অবস্থান এবং আইটি প্রফেশনে কিভাবে নিজেকে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করার।

বিজনেস ইনোভেশন সামিট ২০১৮-এর অংশ হিসাবে অনুষ্ঠিতব্য আইটি প্রফেশনালস মিটআপ ছাড়াও সামিটে আরও থাকছে “বিজনেস কনফারেন্স”এবং “বিজনেস প্ল্যানিং চ্যালেঞ্জ” । 

বিজনেস ইনোভেশন সামিট ২০১৮-এর এই আয়োজনে অংশগ্রহণের জন্য এখন নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.bif.org.bd এই লিঙ্কে। অথবা কল করুন - ০১৭১৩০৭৭৬৪৪ এই নাম্বারে।

Loading...