loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ওয়ানডেতেও ব্যাটিং পজিশন থ্রি'তে আসছেন সাকিব


ওয়ানডেতেও ব্যাটিং পজিশন থ্রি'তে আসছেন সাকিব

গতকাল শনিবার প্রস্তুতি ম্যাচে ব্যাটিং পজিশন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব আল হাসান। জানা গেছে সাকিবের ব্যাটিং অর্ডারের এই পরিবর্তনের সিদ্ধান্ত হুট করেই নেয়া হয়নি। আসন্ন তিন জাতি ওডিআই সিরিজে তিন নম্বরেই ব্যাট করবেন তিনি।

সবশেষ গতবছর দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করেছিলেন সাকিব যেই ম্যাচে তিনি আউট হয়েছিলেন ২৯ রানে। পরের ম্যাচগুলোতে আবার নেমে যান নম্বর পাঁচে। এটি ছাড়া সাকিব তিনে ব্যাটিং করার অভিজ্ঞতা নিয়েছেন আর একবারই, ২০১৪ সালে খেলা জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটিতে আউট হয়েছিলেন শূন্য রানে।

তবে টি-টোয়েন্টিতে অবশ্য তিনেই সফল এই অলরাউন্ডার। স্বল্প ভার্সনের এই খেলায় তার ক্যারিয়ার ব্যাটিং গড় ২৩.০৭ হলেও তিনে গড় ৩৩.৩৭। চার নম্বরে ২৬ ইনিংস ব্যাট করে ফিফটি মাত্র একটি, পাঁচে ১৫ ইনিংসে নেই একটিও। তিনে ১৮ ইনিংসেই ফিফটি ৫টি।

Loading...