loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঈদ-নববর্ষের ছুটি শেষে অফিস খুলেছে

  • লিভারপুলের পরে আর্সেনালের পরাজয়ে ম্যানসিটিই শীর্ষে

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

  • শিল্পকলা একাডেমিতে বর্ষবরণ

  • আনন্দমুখর পরিবেশে বঙ্গাব্দ-১৪৩১ বরণ-উৎসব উদযাপিত

ঢাবি বাংলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত


ঢাবি বাংলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বাংলা বিভাগের পুনর্মিলনী। ‘শতবর্ষের পথে বাংলা বিভাগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুনর্মিলনীর আয়োজন করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই’। শনিবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী। অনুষ্ঠানে বাংলা বিভাগের ১৯৬০-৬২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান ভিসি।

সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন ড. গোলাম মুর্শেদ, আবদুল হাদি, আসমা আব্বাসী, রাহাত খান, আবদুল্লাহ আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।

বিকালের অধিবেশনে ছিল স্মৃতিচারণা। অনুষ্ঠানের এ-পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম। সন্ধ্যায় আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পুনর্মিলনী অনুষ্ঠানে সহস্রাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

Loading...