loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডুয়াল সিমের ব্ল্যাকবেরি কী-ওয়ান বাংলাদেশে


ডুয়াল সিমের ব্ল্যাকবেরি কী-ওয়ান বাংলাদেশে

ডুয়াল সিমের ব্ল্যাকবেরি কী-ওয়ান বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে অপটিমাস ও সিপিএল। ২২ জানুয়ারি থেকে পাওয়া যাবে। দাম ৫৩ হাজার ৯৯০ টাকা।

ভারতের বিখ্যাত  টেলিকম  এন্টারপ্রাইজ অপটিমাস বাংলাদেশের বাজারে ব্ল্যাকবেরির প্রথম  ডুয়াল সিম ব্যবহার উপেযাগী প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারজাত করার ঘোষণা দিয়েছে। অপটিমাসের হয়ে বাংলাদেশের বাজারে হ্যান্ডসেটি  বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা দিবে ইউনিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিপিএল, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে।

গত বৃহষ্পতিবার (৪ জানুয়ারি), ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ডসেটটি উদ্বোধন করা হয়। অপটিমাস গত ফেব্রুয়ারিতে ব্ল্যাকবেরির সাথে চুক্তি করে। চুক্তি অনুযায়ী তারা ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ব্ল্যাকবেরি হ্যান্ডটেড প্রস্তুত ও পরিবেশন শুরু করেছে। বাংলাদেশের বাজারে  ২২ জানুয়ারি থেকে ব্ল্যাকবেরি কী-ওয়ান লিমিটেড এডিশন  ব্ল্যাক হ্যান্ডসেটটি পাওয়া যাবে। দাম ৫৩ হাজার ৯৯০ টাকা।

ভারত ও শ্রীলঙ্কায় সাফল্যের সাথে ব্ল্যাকবেরি  কী-ওয়ান লিমিটেড ব্ল্যাক এডিশন চালু করার পর অপটিমাস বাংলাদেশের সিপিএলের সাথে  যুক্ত হয়ে, ব্ল্যাকবেরি স্মার্টফোন পরিবেশন এবং রিটেইল শপের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যে  কাজ করছে।

অপটিমাস সিপিএল-এর মাধ্যমে বাংলাদেশে ব্ল্যাকবেরির বাজার বৃদ্ধি এবং এর জিওগ্রাফিক্যাল ফুটপ্রিন্ট বাড়াতে  কাজ করবে। অপটিমাসের সাথে ব্ল্যাকবেরির চুক্তির পর  কী-ওয়ান লিমিটেড ব্ল্যাক এডিশন হচ্ছে স্থানীয়ভাবে তৈরি প্রথম ব্ল্যাকবেরি ব্র্যান্ড ডিভাইস।

ব্ল্যাকবেরি কী-ওয়ান লিমিটেড ব্ল্যাক এডিশনটি বাংলাদেশি গ্রাহকদের জন্য আলাদাভাবে ডুয়াল সিমে ডিজাইন করা হয়েছে। এটি মেটালিক কালো ফ্রেম এবং সফট টাচ্ স্ক্রিনে সাজানো হয়েছে। এটি  করনিং গরিলা ৪ গ্লাস সহ ৪.৫ ইঞ্চি  ডিসপ্লেতে তৈরি। এতে রয়েছে টাচ স্ক্রিনসহ একটি ফিজিক্যাল কি-বোর্ড। ৪ গিগাবাইট র‌্যাম এবং ৬৪ গিগাবাইট মেমরি (২ টেরাবাইট পর্যন্ত বিস্তৃত করা যাবে)। ডিভাইসটির স্মার্ট কিবোর্ড ব্ল্যাকবেরির  ট্রাকপ্যাডের ঐতিহ্যকে অনুকরণ করে করা হয়েছে  যাতে ওয়েব ব্রাউজিং, ইমেইল এবং মেসেজ লেখা আরও সহজ  হয়। 

এটি ৫২ কাস্টমাইজ শর্টকাট পর্যন্ত চালু করতে পারবে, এমনকি ব্যবহারে অনেক সুবিধাও প্রদান করতে পারে। ব্ল্যাকবেরি কী-ওয়ানে রয়েছে কার্যকর এবং নিরাপত্তাজনিত ফিঙ্গার প্রিন্ট যা কি-বোর্ডে স্পেসবারেরও কাজ করবে।

ব্ল্যাকবেরির নিরাপত্তার সাথে সামঞ্জস্য রেখে বাজারে এসেছে ব্ল্যাকবেরি কী-ওয়ান লিমিটেড ব্ল্যাক এডিশনটি। স্মার্ট ফোনটি সবচেয়ে নিরাপদ এনড্রয়েট স্মার্ট ফোনের অভিজ্ঞতা প্রদান করবে বলে জানানো হয়েছে। ব্যবহারকারী নিজেই অপারেটিং সিস্টেম এবং অ্যাপসগুলো নজরদারি করতে পারবেন যখন ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকিতে থাকবে। 

ফোনটি এনড্রয়েট ৭.১ চলবে যা থেকে ব্যাবহারকারীরা গুগল প্লে স্টোরে এবং অ্যাপ্লিকেশনগুলোতে একসেস পাবে। এখানে ব্ল্যাকবেরির হাবটির সাথে সংযুক্ত করা হয়েছে ইউনিফাইড ম্যাসেজিং ইনবক্স যা ফেসবুক, টুইটার, লিংকডইন, বিবিএম, হোয়াটস অ্যাপ এবং অন্যান্য সামাজিক মাধ্যমের একাউন্টের ইমেইল একীভূত থাকবে।

ডিজাইন ও নিরাপত্তা ছাড়াও ব্ল্যাকবেরি কী-ওয়ান লিমিটেড ব্ল্যাক এডিশনটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যবহারকারীর জন্য আকর্ষনীয়ভাবে উপযোগী। ফোনটির প্রসেসর  স্ন্যাপড্রাগন ৬২৫ টু গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এটিতে কোয়ালকম কুইক চার্জ ৩.০ প্রযুক্তির ৩৫০৫ এমএএইচ ব্যাটারি রয়েছে, যাতে ৩৬ মিনিটের মধ্যে ৫০% চার্জ পাওয়া যাবে। ওয়াইড এঙ্গেল সহ ৮ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১২ মেগা পিক্সেল অটো ফোকাস রেয়ার ক্যামেরায় পেশাদার ছবি তোলার ব্যবস্থা রয়েছে।

Loading...