loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শীতের তীব্রতা কিছুটা কমেছে


শীতের তীব্রতা কিছুটা কমেছে

ঢাকাসহ সারাদেশেই শীতে তীব্রতা কিছুটা কমেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে সূর্যের মুখ দেখা গেলেও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় এখনো বিঘ্ন ঘটছে।এর আগে সোমবার দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পাওয়া গেছে তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস -- যা ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন।

শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে দিনাজপুরসহ দেশের উত্তরের জনপদ। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগবালাই।

সূত্র মতে, এর আগে সর্বশেষ তীব্র শীত পড়েছিল ১৯৬৮ সালে। ওই বছরের ৪ ফেব্রুয়ারি সিলেটের শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরও ২০ বছর আগে ১৯৪৮ সাল পর্যন্ত এত কম তাপমাত্রার রেকর্ড খুঁজে পায়নি আবহাওয়া অফিস।

তবে দেশবাসীর জন্য কিছুটা হলেও সুসংবাদ জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া বিভাগ। তারা বলেছেন, আজ মঙ্গলবার ও কাল বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে। 

শীতে বোরো ও আলুর ফলনে প্রভাব পড়েছে। স্কুল-কলেজে শিক্ষার্থীর উপস্থিতিতেও প্রভাব পড়েছে। রাজধানীর কোনো কোনো স্কুলে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এদিকে গরম কাপড়ের কদর বেড়েছে। ভিড় দেখা গেছে শীতবস্ত্রের দোকানগুলোয়। বিভিন্ন বয়সের মানুষের শীতজনিত নানা রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

শীতের এমন রুদ্ররূপকে জলবায়ু পরিবর্তনের আরেক কুফল বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। সোমবার ঢাকায় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। দিনেও তাপমাত্রা বাড়েনি। সূত্র অনুযায়ী, ১৯৬৪ সালের ১৮ ও ২০ ফেব্রুয়ারি ঢাকায় ৫ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা যদি ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে, তবে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ। এ-হিসাবে দেশের বেশিরভাগ স্থানে বর্তমানে শৈত্যপ্রবাহ বইছে। এবারের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে ২ জানুয়ারি। এই ধারাবাহিকতায় সোমবার সারা দেশে শীত-পরিস্থিতির অবনতি ঘটে। যাহোক, বুধবার (১০ জানুয়ারি) পর্যন্ত পরিস্থিতি এমন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের  কর্মকর্তারা।

Loading...