loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা


ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি। আর নির্বাচনে ভোটগ্রহণ হবে ২৬ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচনের এ-তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রধান নির্বাচন কমিশনার দিন, তারিখ একই রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডের নির্বাচনের তফসিলও ঘোষণা করেন।

গত ৩০ নভেম্বর লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটির মেয়র পদটি শূন্য হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।

Loading...