loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার শুরু


স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার শুরু

মূল্যছাড়ে গ্রাহকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন তুলে দিতে ঢাকায় আবার বসছে স্মার্টফোন ও ট্যাবের মেলা।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮’ শুরু হচ্ছে। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। মেলায় দেশের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহারকারীদের নতুন মডেলের ডিভাইস পরখ করে দেখার সুযোগ দেবে খ্যাতনামা স্মার্টফোন ব্র্যান্ডগুলো।

অনুষ্ঠান-ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে এটি নবম আয়োজন।মঙ্গলবার ( ৯ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক ‘প্রেস মিট’-এর আয়োজন করে মেলার বিস্তারিত তুলে ধরে আয়োজক। এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, এবারের আয়োজনে বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। 

স্যামসাং, টেকনো, শাওমি, উই, হুয়াওয়ে, এলজি স্মার্টফোন, অপ্পো, সিম্ফনির স্মার্টফোন তো পাওয়া যাবেই, এর বাইরেও লাভা, নকিয়া, লেনোভো, ডিটেল, ডিসিএল, উইনম্যাক্স, মাইক্রোম্যাক্সের ফোনও থাকছে। এছাড়াও মেলায় রয়েছে আনুষঙ্গিক যন্ত্রাংশ নিতে থাকছে এডাটা, কিকসা ডটকম, আজকের ডিল, বিজয় ডিজিটালসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। মোবাইল প্রযুক্তির নিয়ে বেশ কয়েকটি সেমিনারও থাকবে এবারের মেলায়। মেলা শুরুর আগেই সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো সম্পর্কে উই স্মার্ট সলিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মুনতাসির আহমেদ বলেন, আমরা সবসময় চাই বাংলাদেশে স্মার্টফোন ব্যবহার শুধু নয়, এর মাধ্যমে একটি সলিউশন পাবেন গ্রাহকরা। সেদিক থেকে এই মেলা খুব গুরুত্বপূর্ণ। দেশীয় স্মার্টফােন ব্র্যান্ড হিসেবে মাল্টিন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হলেও আমরা (উই স্মার্ট সলিউশন) তা করে যাচ্ছি।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মেলায় দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। সেদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এবারের মেলার টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকম।প্ল্যাটিনাম স্পন্সর স্যামসাং ও টেকনো মোবাইল। গোল্ড স্পন্সর উই ও শাওমি । সিলভার স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে, এলজি স্মার্ট ফোন, অপ্পো ও সিম্ফনি। মেলার পার্টনার এডুমেকার। টিকিট বুথ স্পন্সর কিকসা ডটকম।

এবারও মেলা উপলক্ষে স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে ‘টেকনো মোবাইল’-এর সৌজন্যে স্মার্ট বাজ কুইজ কনটেস্ট-এর আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবেন।প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং টেকশহর ডটকম (techshohor.com)-এ পাওয়া যাবে।

Loading...