loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • ইয়াং বয়েজের কাছে হেরেই গেল ইউভেন্টাস

  • সানের জোড়া গোলে ম্যানসিটি গ্রুপ সেরা

  • নিজেদের মাঠে মস্কোর কাছে বিধ্বস্ত হলো রিয়াল

  • জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফলাফল ২৪ ডিসেম্বর

আরএফএল প্লাস্টিকস-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত


আরএফএল প্লাস্টিকস-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

আরএফএল প্লাস্টিকস লিমিটেড এর পণ্য ইউপিভিসি, এইচডিপিই, এমএস, জিআই পাইপ ও বাথরুম ফিটিংসসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত এ-সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির আড়াই হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন। 

আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকস এর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মন্ডল, সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস) জাহাঙ্গীর আলম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদুল ইসলামসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এ-সময় উপস্থিত ছিলেন।    

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...