loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৮ বছরের অগ্রযাত্রায় এ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

শুক্রবার (১২ জানুয়ারি) ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনী ভাষনে তিনি এ আহ্বান জানান। ভাষণে উপাচার্য সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। দিবসটি পালন উপলক্ষে সকালে ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষক, অফিসার, কর্মচারিবৃন্দ জমায়েত হন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে সেলিম আল দীন মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষক, অফিসার, কর্মচারি ও তাঁদের পরিবার-পরিজন অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী একরামুল হক শুভ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সম্মুখভাগে ঐতিহ্যের ৪৮ বছর শিরোনামে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়কার ছবি প্রদর্শনীর আয়োজন করেন। উপাচার্য এ-প্রদর্শনী ঘুরে দেখেন।

দুপুরে সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিকালে পুতুল নাট্য, চারটায় পিঠা মেলা এবং সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Loading...