loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন : প্রধানমন্ত্রী


সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালের শেষদিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগে সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সরকার সার্বিকভাবে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী সরকারের চার বছর পূর্তিতে শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ-কথা বলেন।

আগামী সাধারণ নির্বাচনে নিবন্ধিত সব দল অংশগ্রহণ করবে -- এমন আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এই কমিশন ইতোমধ্যে দুইটি সিটি করপোরেশন নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের বেশ কিছু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে জনগণের আস্থা অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, আমার ওপর রাখা বিশ্বাস ও আস্থা রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছি, সাফল্য-ব্যর্থতার বিচার করবে জনগণ। মানুষের জীবনকে অর্থবহ, সচ্ছল ও সুন্দর করাই আমার প্রচেষ্টা।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো মহল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ অশান্তি চায় না। নির্বাচন বর্জন করে আন্দোলনের নামে জানমালের ক্ষতি করাটা জনগণ মেনে নেবে না। এ-ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করে সেগুলো বাস্তবায়ন করার কথা পুনরুল্লেখ করেন তিনি। এ-সময় প্রধানমন্ত্রী দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি-বেতারে সরাসরি সম্প্রচার করা হয়।

Loading...