loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

এবারে অ্যাডমিনের শক্তি কমলো হোয়াটসঅ্যাপে!


এবারে অ্যাডমিনের শক্তি কমলো হোয়াটসঅ্যাপে!

হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটগুলো খুবই জনপ্রিয়। শুধুমাত্র বিনোদন নয়, বরং অন্যান্য ক্ষেত্রে গ্রুপ চ্যাটগুলো বিশেষ ভুমিকা পালন করে থাকে। এখন থেকে গ্রুপ চ্যাটগুলো থেকে ‘অ্যাডমিন’কে সরাতে পারবেন অন্য ব্যবহারকারীরা, এমন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে নতুন এই ফিচারের নাম ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’। এই ফিচার গ্রুপের অ্যাডমিনদের অন্য গ্রুপ অ্যাডিমনদেরকে সরিয়ে নিজ হাতে গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দেয় বলে উল্লেখ করা হয়েছে । কেউ এমনটা করলে, যার সঙ্গে করা হবে তিনি অ্যাডমিন হিসেবে পাওয়া সব সুবিধা হারাবেন।

সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ-এর অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে এই ফিচার পাওয়া যাচ্ছে। তবে আইওএস-এর জন্য সুবিধাটি আনার প্রন্তুতি চলছে। ধারনা করা হচ্ছে, অপ্রচলিত এই ফিচার সহজেই অন্যকে বিরক্ত করতেও ব্যবহৃত হতে পারে। তাই এটি অবশেষে আনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

Loading...