loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ভিয়ারিয়ালের কাছে হারলাে রিয়াল মাদ্রিদ


ভিয়ারিয়ালের কাছে হারলাে রিয়াল মাদ্রিদ

নিজেদের যেন ফিরেই পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। একের পর এক ব্যর্থতায় এবার ঘরের মাঠে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হার মানলো জিনেদিন জিদানের শিষ্যরা। ১-০ গোলের পরাজয়ে লিগের চতুর্থ স্থানেই রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে এ-নিয়ে টানা দুই লিগ ম্যাচে হারলো রিয়াল। আর শেষ তিন লিগ ম্যাচে কোনো জয় পায়নি। নিজেদের মাঠে সর্বশেষ বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে ৩-০ গোলে হারের পর গত সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে তাদেরই মাটিতে ২-২ গোলে ড্র করে ফেরে রোনালদোরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন বল দখলের লড়াইয়ে ‍অবশ্য রিয়ালই এগিয়ে ছিল। একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছিল প্রতিপক্ষকে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। বিশেষ করে ভিয়ারিয়ালের গোলরক্ষক সার্জিও অ্যাসেনহোর কাছে প্রতিহত হচ্ছিল রিয়ালের আক্রমনগুলাে।

মাঝে বেশ কয়েকটি পাল্টা আক্রমণও রচনা করে ভিয়ারিয়াল। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে বার্নাব্যু স্টেডিয়াম নিশ্চুপ করিয়ে দেন সফরকারী দলের পাবলো ফোরনালস। পাল্টা আক্রমণে চেরিশেভের ক্রসে উনালের শট এগিয়ে এসে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ডি-বক্সে ঠিক বাইরে পেয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন স্পেনের মিডফিল্ডার ফোরনালস।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের দুটিতে হার দেখলো রিয়াল, জয় মাত্র একটিতে।

চলতি আসরে লিগে এখন পর্যন্ত চারটি ম্যাচে হারা রিয়াল ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে এক ম্যাচ বেশি খেলা ভিয়ারিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৮ ম্যাচে ৪৮।

অন্য ম্যাচে এইবারের মাঠে কেভিন গামেইরোর একমাত্র গোলে জেতা।‌ অ্যাটলেটিকাে মাদ্রিদ ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

Loading...