loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

প্রণব মুখার্জিকে ডি-লিট প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


প্রণব মুখার্জিকে ডি-লিট প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রী দেয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাজের জন্য অনন্য অবদান এবং বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে ১৬ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রণব মুখার্জীকে এই সম্মানসূচক ডিগ্রী প্রদান করবে বলে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্টার কামরুল হুদা সাংবাদিকদের জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রণব মুখার্জিকে বিশেষ সমাবর্তনে এই ডিগ্রী প্রদান করা হবে। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। তিনি চবি’র মাস্টার দা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার ডরমিটরী পরিদর্শন করবেন। এছাড়া তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে মাস্টার দার জন্মস্থানেও যাবেন।

এর আগে ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম বাঙ্গালী এই রাষ্ট্রপতিকে ‘ডক্টর অব ল’ প্রদান করে।

ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকারী প্রণব মুখার্জী চার দিনের সফরে রোববার (১৪ জানুয়ারি) ঢাকা পৌঁছলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

প্রণব রাজধানীতে একটি সাহিত্য সম্মেলনে যোগ দেবেন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Loading...