loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ঢাকার চুলায় আসছে না গ্যাস, বাড়ছে ব্যয়!


ঢাকার চুলায় আসছে না গ্যাস, বাড়ছে ব্যয়!

বেড়ে গিয়েছে শীতের তীব্রতা। আর শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় পাইপলাইনে গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। রান্না ঘরে গ্যাসের চুলা না জ্বলায় ব্যয়বহুল বিকল্প পথ খুঁজতে হচ্ছে গৃহস্থালিগুলোকে।

ঢাকার বিভিন্ন অঞ্চলে খোঁজ দিয়ে দেখা যায়, গত তিন দিন ধরে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের সঙ্কট। কয়েকটির বাসিন্দারা মাসের পর মাস ধরে গ্যাসের দুর্ভোগ পোহানোর কথাও বলেছেন।শীতে অধিক সময় চুলা জ্বালিয়ে রাখার কারণে গ্যাস খরচ ২০ শতাংশ বেড়ে গেছে। ফলে চাহিদার সঙ্গে জোগানের একটা ফারাক তৈরি হয়েছে।

Loading...