loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

স্প্যাম ‘ঠেকাবে’ হোয়াটসঅ্যাপ


স্প্যাম ‘ঠেকাবে’ হোয়াটসঅ্যাপ

সব ধরনের স্প্যাম ঠেকাতে নতুন ফিচার আনার লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ । অ্যাপটির ২.১৭.৪৩০ সংস্করণে নতুন ফিচারটি যোগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলেছেন, এখন পর্যন্ত ফিচারটি বেটা বা পরীক্ষামূলক সংস্করণে রয়েছে এবং এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়নি।

হোয়াটসঅ্যাপ-এর নতুন ফিচারগুলো পরীক্ষা করে থাকে ওয়াবেটালইনফো নামের ওয়েবসাইট।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফরোয়ার্ড অপশন দিয়ে এক বা একাধিক কনটাক্টকে স্প্যাম মেসেজ ফরোয়ার্ড করে থাকেন। এ-কারণে হোয়াটসঅ্যাপ কোনো ব্যবহারকারীকে কোনো মেসেজ অনেকবার পাঠালে তা তাকে জানানোর ব্যবস্থা নিচ্ছে। যদি কোনো ব্যবহারকারীর একই মেসেজ অনেককে পাঠানোর দরকার হয় তাহলে তাকে ব্রডকাস্ট লিস্ট ফিচার ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই ফিচারে শুধু যাদের অ্যাড্রেস বুকে প্রেরকের ফোন নাম্বার আছে তারাই মেসেজ পাবেন।

Loading...