loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

৬০ মিটার ইনডোর মিটে নতুন বিশ্ব রেকর্ড


৬০ মিটার ইনডোর মিটে নতুন বিশ্ব রেকর্ড

৬০ মিটার ইনডোর প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়েছেন ১০০ মিটার বিশ্ব আসরে রৌপ্য পদক জয়ী তারকা যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যান। দক্ষিণ ক্যারোলিনার ক্লেমসনে অনুষ্ঠিত এই মিটে ৬.৩৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে কোলম্যান এই রেকর্ড গড়েন। এর আগে এই প্রতিযােগিতায় ১৯৯৮ সালে ৬.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে কোলম্যানের যুক্তরাষ্ট্রের সতীর্থ মরিস গ্রিন রেকর্ড ধরে রেখেছিলেন।

শনিবার (২০ জানুয়ারি) সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, কোলম্যানের নতুন এই রেকর্ড এখন বিশ্ব এ্যাথলেটিক্সের নিয়ন্ত্রন সংস্থা আইএএএফ’র যাচাই বাছাইয়ের পরেই রেকর্ড বইয়ে আনুষ্ঠানিক অনুমোদন পাবে। 

২১ বছর বয়সী কোলম্যানের এটাই মৌসুমের প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ। ফাইনালের আগে হিটে তিনি সময় নিয়েছিলেন ৬.৪৭ সেকেন্ড। এর আগে গত বছর ইউএস ইনডোর চ্যাম্পিয়নশিপে তার সেরা টাইমিং ছিল ৬.৪৫ সেকেন্ড। এরপর ২০১৭ সালে ইউএস কলেজিয়েট চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে তিনি ৯.৮২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন যা এই ইভেন্টে তার দ্রুততম টাইমিং।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের অন্যতম সেরা এ্যাথলেট হিসেবে বিবেচিত কোলম্যান গত বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জাস্টিন গ্যাটলিনের পরে ও গতি মানব উসাইন বোল্টের আগে থেকে ১০০ মিটারে রৌপ্য পদক জয় করেছিলেন।

Loading...