loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গ্র্যান্ড স্লাম শিরোপা পেলেন ওজনিয়াকি


গ্র্যান্ড স্লাম শিরোপা পেলেন ওজনিয়াকি

সিমোনা হালেপকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ক্যারোলিন ওজনিয়াকি। ডেনমার্কের এই নারী টেনিস তারকার ক্যারিয়ারে এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

অবশেষে গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করলেন ক্যারোলিন ওজনিয়াকি। শনিবার (২৭ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নারী এককের ফাইনালে তিনি সিমোনা হালেপকে ৭-৬, ৭-২, ৩-৬ ও ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারের প্রথম এই গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেছেন। ৪৩ বারের প্রচেষ্টায় সফলতা লাভ করলেন এই ড‌্যানিশ তারকা। এই জয়ের ফলে দ্বিতীয় অবস্থান থেকে র‌্যাংকিংয়ের এক নম্বর স্থানটিও পেয়েছেন তিনি। ম্যাচের আগ-মুহূর্ত পর্যন্ত ওই স্থানটি ছিল রোমানিয়ার তারকা হালেপের দখলে।

রড লাভেল এরিনায় উষ্ণ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে দুই টেনিস তারকার জন্যই প্রস্তুত রাখা হয়েছিল চিকিৎসক। ২ ঘন্টা ৪৯ মিনিট স্থায়ী হয় ম্যাচটি। নিজেকে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে রেখে দিলেও ২৭ বছর বয়সী ওজনিয়াকি কোনভাবেই ঘোচাতে পারছিলেন না গ্র্যান্ড স্লাম-খরা। ২০০৯ ও ২০১৪ সালে তাঁকে ফিরতে হয়েছে ইউএস ওপেনের ফাইনাল থেকে। অথচ ২০১০ সালে প্রথমবার বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর স্থানে উঠেছিলেন তিনি।

শনিবার ছিল দুই শীর্ষ র‌্যাংকধারীর জন্যই বড় কোন আসরের তৃতীয় ফাইনাল, তবে অস্ট্রেলিয়ায় প্রথম। শুরুতেই হালেপের ওপেনিং সার্ভিস ব্রেক করে জোড়ালোভাবে লড়াই শুরু করেন ওজনিয়াকি। এ সময় উষ্ণতার মাত্রা ছিল ৩০ ডিগ্রিরও বেশি। এই ধারাবাহিকতা ধরে রেখেই শিরোপা জয় করেন ডেনমার্কের এই টেনিস তারকা ।

Loading...