loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গ্র্যামি অ্যাওয়ার্ডস জয়ীদের তালিকা


গ্র্যামি অ্যাওয়ার্ডস জয়ীদের তালিকা

সংগীত ভুবনের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। সংগীতের বিভিন্ন শাখায় অবদান স্বরূপ ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে। ১৯৭১ সাল পর্যন্ত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলেসে উনুষ্ঠিত হতো। ২৮ জানুয়ারি ৬০ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে এবারের আসরের মনোনয়নের তালিকা প্রকাশ হয়েছে। অনেক চমক আর পরিবর্তন মিলিয়ে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড অন্যান্য বছরের তুলনায় কিছুটা আলাদা।

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬০তম আসর হয়ে গেলো। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রবিবার (বাংলাদেশ সময় অনুযায়ী ২৯ জানুয়ারি ভোর) বসেছিল গ্র্যামির এবারের আসর। 

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সব তারকারা যৌন নিপীড়নের প্রতিবাদস্বরূপ কালো পোশাক পরে এসেছিলেন। এবার ৬০ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে তারকারা বেঁছে নিলেন বিপরীত রং সাদা। তবে সাদা পোশাকে নয়, সাদা গোলাপ পরে এসেছিলেন তারকারা এর আগে সাদা গোলাপ গুঁজে আসার জন্য ভয়েজেস অব এন্টারটেইনমেন্ট নামের একটি সংগঠন তারকাদের চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে। মূলত কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমতা নিশ্চিত করা এবং যৌন হয়রানি মুক্তি কর্মক্ষেত্রের জন্য গড়ে ওঠা ‘টাইমস আপ’ আন্দোলনকে সমর্থন জানাতেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি। টাইমস আপ মুভমেন্ট এর টুইটে লেখা হয়েছে, ‘সাদা গোলাপ শ্রদ্ধা প্রকাশের প্রতীক। নতুন করে শুরু করা এবং ভবিষ্যৎ এর জন্য আশা বাড়ায় সাদা গোলাপ’।

৬০তম গ্র্যামির পুরস্কারপ্রাপ্তদের তালিকা

রেকর্ড অব দ্য ইয়ার: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সং অব দ্য ইয়ার: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা নতুন শিল্পী: অ্যালেসিয়া কারা
সেরা পপ সলো পারফর্ম্যান্স: শেপ অব ইউ (এড শেরান)
সেরা পপ ভোকাল অ্যালবাম: ডিভাইড (এড শেরান)
সেরা পপ দ্বৈত/দলীয় পারফর্ম্যান্স: ফিল ইট স্টিল (পর্তুগাল. দ্য ম্যান)
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: টনি বেনেট সেলিব্রেটস নাইনটি (প্রযোজক ডেই বেনেট)
সেরা ড্যান্স রেকর্ডিং: টুনাইট (এলসিডি সাউন্ডসিস্টেম)
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: থ্রি-ডি দ্য ক্যাটালগ (ক্র্যাফটওয়ের্ক)
সেরা রক পারফর্ম্যান্স: ইউ ওয়ান্ট ইট ডার্কার (লিওনার্ড কোহেন)
সেরা মেটাল পারফর্ম্যান্স: সুলতান’স কার্স (ম্যাস্টোডন)
সেরা রক সং: রান (ফু ফাইটার্স)
সেরা রক অ্যালবাম: অ্যা ডিপার আন্ডারস্ট্যান্ডিং (দ্য ওয়ার অন ড্রাগস)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফর্ম্যান্স: রেডবোন (চাইল্ডিশ গ্যাম্বিনো)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: দ্যাট’স হোয়াট আই লাইক (ব্রুনো মার্স)
সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: টোয়েন্টি ফোরকে ম্যাজিক (ব্রুনো মার্স)
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম: স্টারবয় (দ্য উইকেন্ড)
সেরা র‌্যাপ পারফর্ম্যান্স: হাম্বল (কেন্ড্রিক লামার)
সেরা র‌্যাপ/সাং পারফর্ম্যান্স: লয়্যালটি (কেন্ড্রিক লামার ফিচারিং রিয়ান্না)
সেরা র‌্যাপ সং: হাম্বল (কেন্ড্রিক লামার)

Loading...