loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

আজ থেকে শুরু রাতব্যাপী ‘খেয়াল উৎসব’


আজ থেকে শুরু রাতব্যাপী ‘খেয়াল উৎসব’

চ্যানেল আইয়ে আজ বুধবার বিকেল সোয়া পাঁচটায় শুরু হবে ‘বাংলা খেয়াল উৎসব’। চলবে পরদিন বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত। এবার উৎসবে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ দেশের ৩৪টি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনেক শিল্পী। অন্য কোনো ভাষায় নয়, এ উৎসবে সবাই বাংলা ভাষায় খেয়াল পরিবেশন করবেন। বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে এই উৎসব। ছাদ বারান্দা থেকে চ্যানেল আইয়ে এই উৎসব সরাসরি সম্প্রচার করা হবে।

উৎসবের বিস্তারিত জানাতে ৩০ জানুয়ারি চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আয়োজনটি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘শুদ্ধসংগীত চর্চ্চার প্রসারে প্রথম থেকেই চ্যানেল আই কাজ করে আসছে। খেয়াল ও উচ্চাঙ্গ সংগীত সম্পর্কে মানুষের জানা কম। তবে চ্যানেল আই ও বেঙ্গলের সুবাদে মানুষ এখন উচ্চাঙ্গ সংগীতকে বুঝতে শুরু করেছে, শুদ্ধ সংগীত চর্চাকে খুঁজছে।’

Loading...