loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

‘সেন্স অব হিউমার’র শেষ পর্বে রাষ্ট্রপতি!


‘সেন্স অব হিউমার’র শেষ পর্বে রাষ্ট্রপতি!

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত ‘সেন্স অব হিউমার’ নামে একটি টেলিভিশন শো শাহরিয়ার নাজিম জয়কে রীতিমতো শীর্ষস্থান পাইয়ে দিয়েছে। কিন্তু নিজেকে আলোচিত বলতে নারাজ এই উপস্থাপক-অভিনেতা। জয় জানিয়েছেন, ‘‘আলোচিত নয়, বলুন সমালোচিত। নানা প্রান্ত থেকে সমালোচনার তীর ধেয়ে আসছে।’’

অবশ্য নিজের সেন্স অব হিউমারের মাত্রাটা ব্যাপক বলেই অনএয়ারে ম্যাজিক দেখাতে পারছেন জয়। কথার পিঠে কথা আর তারকাদের হাঁড়ির খবরটা অকপটে বলে ধরে রাখতে পারছেন টেলিভিশন-দর্শকদের। এদিকে জয় জানালেন অবাক করা সংবাদ, ১০০ পর্ব শেষেই ইতি টানবেন সেন্স অব হিউমারের। শেষ পর্বটিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই চাইছেন জয়। এর কারণ হিসেবে জয় বলেন, ‘‘আমার মনে হয় তিনিই সেন্স অব হিউমারের রাজা। বিচ্ছিন্নভাবে প্রায়ই তাঁর কথাগুলো আমরা শুনি। আর রাষ্ট্রপতির রসবোধ দেখে হেসে গড়িয়ে পড়ি। তাঁর মতো কাউকে অতিথি হিসেবে পেলে সেটা হবে স্বপ্নের মতো। আমি কোনোভাবেই তাকে বিব্রতকর প্রশ্ন করব না। বরং মন দিয়ে তার কথাগুলো শুনব।

এই পর্ব নিয়ে আশাবাদী হয়ে জয় আরও জানান, ‘‘আমি নিশ্চিত তার সহজ-সরল ভাষায় বলা কথাগুলো শুনলেই জমে উঠবে অনুষ্ঠান। আর এভাবে কোনো রাষ্ট্রপতির টেলিভিশন শোতে আসা বিশ্বব্যাপী নতুন নয়। তবে অবশ্যই বাংলাদেশে এটি প্রথমবারের মতো হবে।’’

জানা গেছে, চ্যানেল কর্তৃপক্ষ এরই মধ্যে রাষ্ট্রপতিকে অতিথি করার জন্য যে ফর্মালিটিজ প্রয়োজন তা করছে।

Loading...