loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আলী আকবর রুপু


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আলী আকবর রুপু

দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার বর্তমান বয়স ৬০ বছর। আলী আকবর রুপুর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অনেক দিন ধরেই হৃদরোগে ভুগছেন। তার কিডনির সমস্যাও রয়েছে। গত সাত মাস ধরে তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে আলী আকবর রুপু প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন গানের সুর ও কম্পোজ করেছেন। তার পরিচয় মূলত গীতিকার ও সুরকার হিসেবে। নিজ কণ্ঠে গেয়েছেন হাতে গোনা তিন-চারটি গান। দেশের স্বনামধন্য শিল্পীদের প্রায় সবাই তার করা সুরে কণ্ঠ দিয়েছেন।  সাবিনা ইয়াসমিনের ‘প্রতিটি শিশুর মুখে হাসি’, এন্ড্রু কিশোরের ‘পদ্ম পাতার পানি নয়’ এবং মুরাদের ‘আমি আগের ঠিকানায় আছি’ ছাড়াও অসংখ্য জনপ্রিয় গানে সুরারোপ করেছেন তিনি।

Loading...