loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

আন্তর্জাতিক সুফি উৎসব শুরু হচ্ছে শুক্রবার


আন্তর্জাতিক সুফি উৎসব শুরু হচ্ছে শুক্রবার

‘সম্প্রীতির জন্য সঙ্গীত’ প্রতিপাদ্যে দ্বিতীয় আন্তর্জাতিক সুফি উৎসব শুরু হচ্ছে ঢাকায়। দেশ-বিদেশের সুফি-সাধকদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আধ্যাত্মিক গানের আসর সুফি উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে আগামী শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী এই আয়োজন। এই উৎসবে দেশের ৭০ জন ও বিদেশের ৪৯ জন সুফি ও লোকসংগীতশিল্পী অংশ নেবেন। উৎসবে অংশগ্রহণকারী বিদেশি দলের সংখ্যা ৫। বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক ও ইরানের শিল্পীরা এ উৎসবে অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১৯ জন সুফি, লোকসঙ্গীত শিল্পী ও সাধক এ উৎসবে অংশ নিচ্ছে। দেশের বাইরে থেকে অংশ নেবে পাঁচটি দল।উৎসবে প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হবে সুফি গানের মূল পর্ব এবং শেষ হবে রাত ১০টায়। প্রথম দিন সঙ্গীত পরিবেশন করবে মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী, পারভেজ, শফি মণ্ডল, সামির কাওয়াল, রাফাত সুফি ও এস আই টুটুল।

আন্তর্জাতিক মানের এই উৎসব আগামী শুক্রবার শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। মূল পর্ব শুরু হবে বিকেল ৫টায়। এদিন সুফি সংগীতের মূর্ছনায় শিল্পকলার মঞ্চ মাতাবেন মাইজভাণ্ডারি মরমি গোষ্ঠী, পারভেজ, শফি মণ্ডল, সামির কাওয়াল, রাফাত সুফি ও এস আই টুটুল। অনুষ্ঠান চলবে প্রতিদিন রাত ১০টা পর্যন্ত।

এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকায় সুফি ফেস্টিভ্যালের আয়োজন করেছিলে ব্লুজ কমিউনিকেশনস। তিনদিনের সেই উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিউনিশিয়া, ডেনমার্ক, স্পেন, মিসরসহ আটটি দেশের ১৫টি দল ও শিল্পীরা অংশ নিয়েছিলেন।

Loading...