loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

ইউএস-বাংলায় নতুন উড়োজাহাজ


ইউএস-বাংলায় নতুন উড়োজাহাজ

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যোগ হয়েছে নতুন উড়োজাহাজ। ড্যাশ ৮-কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কানাডার মন্ট্রিল থেকে ইউএস-বাংলার ক্যাপ্টেন আবিদ সুলতান, ক্যাপ্টেন লুৎফর রহমান ও ফার্স্ট অফিসার মারুফ আহমেদ নতুন উড়োজাহাজটি দেশে নিয়ে আসেন। নতুন এই ড্যাশ উড়োজাহাজে ৭৬টি ইকোনমি শ্রেণির আসন রয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। নতুন যুক্ত হওয়া ড্যাশসহ বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট আটটি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং চারটি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ।

ইউএস-বাংলা বর্তমানে প্রতি সপ্তাহে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে তিন শর বেশি ফ্লাইট পরিচালনা করছে।

Loading...