loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • আফ্রিকা কাপে তৃতীয় হলো নাইজেরিয়া

  • জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ড, কমপক্ষে ৩৮ জন দগ্ধ

  • আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে ইপিআই কেন্দ্র চালু

  • এরশাদের আসনে ৯০ দিনের মধ্যে ভোট

  • হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি অনুষ্ঠিত

ভিন্ন রুপে হৃতিক!


ভিন্ন রুপে হৃতিক!

ভারতের রাজস্থানে রাস্তায় রাস্তায় ঘুরে পাঁপড় বিক্রি করছেন হৃতিক রোশান! শ্যুটিংয়ের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে। একেবারে সাধারণ পোশাক পড়ে সাইকেল নিয়ে রাস্তায় ফেরি করে বেড়াচ্ছেন এই বলিউড সুপারস্টার। এমনই কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সবার একই প্রশ্ন, তার কেনো এই হাল? আসলে এটি হৃতিকের নতুন ছবি ‘সুপার থার্টি’র স্থিরচিত্র। সম্প্রতি ছবিটির শ্যুটিংয়ের বেশকিছু স্থিরচিত্র অনলাইনে ফাঁস হয়েছে, যা উঠে আসে ভারতীয় গণমাধ্যমে।

রাজস্থানে এখন পুরোদমে চলছে হৃতিকের পরবর্তী ছবি ‘সুপার ৩০’–এর শ্যুটিং। সেই শুটিংয়েই পাঁপড় বিক্রেতা হিসেবে দেখা গেছে হৃতিককে। চরিত্রের মধ্যে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন এই অভিনেতা এবং মেকআপ এতটাই সাধারণ ছিল যে, সাধারণ মানুষ কেউই সেভাবে তাকে চিনতে পারেনি।

কিছুদিন আগেই ‘সুপার-৩০’ ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল। সেখানে হৃতিকের চেহারা দেখে দর্শক চমকে গিয়েছিলেন। এক সপ্তাহ আগে শ্যুটিংয়ের আরেক ছবিও ভাইরাল হয় । ব্যাগ কাঁধে দাঁড়িয়ে থাকা মানুষটি যে হৃতিক, তা প্রথমে বুঝতে পারেনি অনেকেই ।

Loading...