loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

উদীয়মান প্রযুক্তি নিয়ে সেমিনার


উদীয়মান প্রযুক্তি নিয়ে সেমিনার

বাংলাদেশ ইনোভেশন ফোরামের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনুষ্ঠিত হলো "বিজনেস ইনোভেশন এন্ড ফিউচার টেকনোলজি" শীর্ষক সেমিনার। সেমিনারটিতে বিজনেস, ইনোভেশন, ক্যারিয়ার এবং উদীয়মান প্রযুক্তি যেমন আইওটি, রোবটিক্স, ডাটা সায়েন্স সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে স্পিকারের বক্তব্যে ডিভাইন আইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল আহমেদ ফাকরুল হাসান বলেন, তরুণ উদ্যোক্তারা ক্রমাগত এগিয়ে চলেছে। নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রজন্ম আরও এগিয়ে যাবে বলেই আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

রাশেদুল মাজীদ বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমরাও এগিয়ে চলেছি। আজ দেশের প্রযুক্তির উন্নয়ন লক্ষনীয়। বাংলাদেশের নিজস্ব বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস এখন বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ তার তরুণ প্রজন্মের মাধ্যমে বিশ্ব দরবারে আরও সামাদৃত হবে।

এছাড়াও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাবের সভাপতি জনাব আজিম নওয়াজ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাবের মডারেটর নাইমা সুলতানা ও তানভির কবির ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...