loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

চুয়েটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন


চুয়েটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাসের গোল চত্ত্বরের পাশে স্থাপিত এই ম্যুরালের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ-সময় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ উপ-পরিচালক অধ্যাপক ড. জি.এম সাদিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চুয়েট পরিবারের জন্য আজকে একটা আনন্দের দিন। ক্যাম্পাসে জাতির জনকের বড় একটি ম্যুরাল স্থাপন করার জন্য সবার প্রাণের দাবি ছিল। কেননা জাতির পিতা বঙ্গবন্ধু সকল বিতর্কের উর্ধ্বে। তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। যাঁর দিকনির্দেশনায় আমাদের আজকের এই স্বাধীনতা। আজকের দিনে চুয়েট পরিবারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসাথে বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার আহ্বান জানাচ্ছি।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...