loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আলাভেসকে উড়িয়ে দিলো রিয়াল


আলাভেসকে উড়িয়ে দিলো রিয়াল

মৌসুমের শেষ দিকে এসে নিজেকে দারুণভাবে ফিরে পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাশপাশি অনেকদিন পর এক সঙ্গে জ্বলে উঠলেন ‘বিবিসি’-ত্রয়ী (গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো)। ফলে দেপোর্তিভো আলাভেসকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

এদিন জোড়া গোল করেন রোনালদো। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা বেনজেমা একটি গোল করার পাশাপাশি সহযোগিতা করেন দুটি গোলে। এর মাঝে গ্যারেথ বেলও গোলের ধারায় যোগ দেন।

নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অবশ্য প্রথম গোলের দেখা পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ৪৪ মিনিটে প্রতিপক্ষে রক্ষণ-দেয়াল ভাঙেন রোনালদো। তাঁর গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় জিনেদিন জিদানের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে প্রথম মিনিটেই বেল গোল করে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন। আর ৬১ মিনিটে রোনালদো দলকে আরো এগিয়ে নেন। ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন বেনজেমা।

লিগে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২৪ ম্যাচে ৪৬।

Loading...