loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

কানাডায় মুক্তি পেল ডুব


কানাডায় মুক্তি পেল ডুব

কানাডার ৭টি প্রেক্ষাগৃহে গত শুক্রবার মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘ডুব’, যার ইংরেজি টাইটেল ‘নো বেড অব রোজেস’। পরিবেশকের দায়িত্বে রয়েছে আর এস মেডকম গ্রুপ। জানা যায়, টরেন্টো, ক্যালগারি, এডমন্টন, এস্কাটন, রেজিনা, ভ্যাঙ্কুভার ও উইনিপ্যাগ শহরের সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘ডুব’।

২০১৭ সালের ২৬ অক্টোবর সন্ধ্যায় ভারতের কলকাতার কোয়েস্ট মল আইনক্সে অনুষ্ঠিত হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী প্রদর্শনী। এরপর গত ২৭ অক্টোবর বাংলাদেশের ৩৯টি, ভারতের ৩৪টি ও অস্ট্রেলিয়ার ৮টিসহ মোট ৮১টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। ‘ডুব’ রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ডুব’। এই দুই প্রতিষ্ঠানের সাথে আরো অর্থ লগ্নি করেছিলেন বলিউডের ইরফান খান নিজেই। এই ছবিতে ইরফান খানের সাথে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের তিশা এবং রোকেয়া প্রাচী। গেল বছরের ২৭ অক্টোবর বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া; একযোগে এই তিন দেশে ডুব ছবিটি মুক্তি দেয়া হয়েছিল। ‘ডুব’ ছবি ট্যাগ লাইন হচ্ছে, ‘নো বেড অফ রোজেস’।

Loading...