loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

  • বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান

শেষ বেলায় গ্রন্থমেলায় বিক্রির ধুম


শেষ বেলায় গ্রন্থমেলায় বিক্রির ধুম

শেষ পর্যায়ে এসে অমর একুশে গ্রন্থমেলায় বই বিক্রির ধুম লেগেছে। জানা গেছে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এবং শনিবার  বিক্রি ছিল এবারের মেলায় সর্বোচ্চ। ছুটির দিন হওয়ায় দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিলো প্রচুর। বিক্রেতারা জানান, এখন মেলায় আসছেন ক্রেতারা। কমবেশি প্রায় সবাই বই কিনছেন।

গ্রন্থমেলায় শনিবার ছিলো সর্বশেষ শিশু প্রহর। সকাল থেকেই শিশুদের পদচারণায় মেলাঙ্গন মুখর হয়ে উঠে। দিনভর শিশুরা বড়দের সাথে মেলা উপভোগ করার পাশপাশি ঘুরে ঘুরে বই সংগ্রহ করেছে। মেলায় এ-পর্যন্ত ৫ শতাধিক শিশুতোষ নতুন বই প্রকাশ পেয়েছে।

এবারের একুশের গ্রন্থমেলার আর মাত্র চারদিন বাকি। প্রতিদিনই নতুন বই মেলায় আসছে। শনিবার নতুন বই এসেছে ২৫৬টি। এ নিয়ে মেলার চব্বিশ দিনে নতুন বই প্রকাশ হলো প্রায় ৩ হাজার ৯ শত ৮৪টি। প্রকাশিত বইয়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে কবিতা, এরপরই রয়েছে উপন্যাস।

শনিবার প্রকাশিত বিশেষভাবে উল্লেখ্যযোগ্য বইয়ের মধ্যে রয়েছে, মোহাম্মদ শাকের উল্লাহ সম্পাদিত জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলো, সেলিম আল দীনের ‘বাংলা নাট্যকোষ’, আখতার হুসেনের ‘ছোটদের মৌলানা আবুল কালাম আজাদ’, জ্যোতি প্রকাশ দত্ত’র ‘সময় ভোলে না কিছু মানুষের ভুল’,আসাদুজ্জামান নূর’এর ‘বেলা অবেলা সারাবেলা’, রাকিব হাসানের ‘টেলিভিশন সাংবাদিকতা’ কাজী মিজানুর রহমানের ‘আমার বর্ণমালা ’, নির্মলেন্দু গুণের ‘বাংলার মাটি বাংলার জল’, সাজ্জাদ হোসেন সম্পাদিত ‘ভাষা আন্দোলনের সূচনা পর্ব’ প্রভৃতি।

শনিবার সকালে বাংলা একাডেমিতে পাঁচটি বিভাগে শিশুদের চিত্রাঙ্কন, সঙ্গীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘দেশ ভাগের সত্তর বছর’ শীর্ষক আলোচনা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনামুল হক। সভাপতিত্ব করেন ভাষা সৈনিক ও সংস্কৃতিজন কামাল লোহানী। আলোচনায় অংশ নেন সংস্কৃতিজন ও অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও নূর জাহান বোস। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়।

Loading...