loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অন্তর্জালে প্রশংসিত লাল মাফলার


অন্তর্জালে প্রশংসিত লাল মাফলার

ভালোবাসা দিবস উপলক্ষে বুলবুল বিশ্বাসের পরিচালনায় অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘লাল মাফলার’র শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য লিসা ও হাসনাত রিপন।

ছবিটি প্রসঙ্গে রিপন জানান, ‘ছবির পুরো গল্প জুড়ে একটি মাফলার রয়েছে, যার রঙ লাল। দুটি মানুষের অমর ভালোবাসার ই এক প্রতিচ্ছবি এই গল্পটি।’

চলচ্চিত্রটি ইউটিউব ও ফেসবুকে ইতিমধ্যেই প্রায় ৩০ লক্ষাধিক মানুষ দেখেছে। টেষ্টি ট্রিট এর প্রযোজনায় ভালোবাসা দিবসের দ্বিতীয় ছোট গল্প "লাল মাফলার" স্বল্পদৈর্ঘ্যে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

ছবিটি নিয়ে পরিচালক বুলবুল জানালেন, স্বল্পদৈর্ঘ্যটির দৈর্ঘ্য ৫ মিনিটের মতো। কিন্তু এতে পরিপূর্ণ ভালোবাসার গল্প বলা হয়েছে। শুধু ‘লাল মাফলার’ই নয় আরো চারটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস। বাকি চারটির নাম হচ্ছে — দি প্রোপোজাল, দি লাস্ট ট্রেন, একটি ভালোবাসার অনুগল্প ও থ্যাংকিউ। সবকটির কাহিনি-ও পরিচালকের লেখা।


Loading...