loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

দ্বিতীয় স্থানে উঠে এলাে লিভারপুল


দ্বিতীয় স্থানে উঠে এলাে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে ঘরের মাঠ এনফিল্ডে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ৪-১ গোলে বিধ্বস্ত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। এই ম্যাচে গোল করে টানা ষষ্ঠ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে দলের উজ্জীবিত পারফরমেন্সে দারুন সন্তুষ্টি প্রকাশ করেছেন লিভারপুল বস জার্গেন ক্লপ।

ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এক পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার সিটির পিছনে থেকে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে অল রেডসরা। শনিবারের ম্যাচে সালাহ ছাড়া অপর গোলগুলো করেছেন এমেরে কান, রবার্তো ফারমিনো ও সাদিও মানে।

ক্লপ বলেছেন, ‘‘ম্যাচটা দারুন উপভোগ্য ছিল। ম্যাচে সবকিছুই ছিল- আগ্রাসন, গভীরতা, জয়ের স্পৃহা। ফুটবলে যা কিছু প্রয়োজন আজ আমার খেলোয়াড়রা এর সবকিছুই করে দেখিয়েছে।’’

রোমা থেকে চলতি মৌসুমে লিভারপুলে নাম লেখানোর পরে দারুন ফর্মে রয়েছে ২৫ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড সালাহ। ইতোমধ্যে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে হ্যারি কেনের সাথে সর্বোচ্চ ২৩ গোল করেছেন। প্রিমিয়ার লিগ অভিষেকেই গোল্ডেন বুট পাওয়ার তালিকায় সালাহকেই বিবেচনা করা হচ্ছে।

এ-ম্যাচেও তিন মিনিটের মধ্যেই দলকে প্রায় এগিয়ে দিয়েছিলেন সালাহ। অল্পের জন্য ওয়েস্ট হ্যাম রক্ষা পেলেও ২৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেওয়ার পেছনে পুরো অবদানই ছিল সালাহ’র। তাঁর করা দারুন এক কর্নার থেকে কানের বুলেট হেড রক্ষা করা সম্ভব হয়নি প্রতিপক্ষ গোলরক্ষক আদ্রিয়ানের। সব ধরনের প্রতিযোগিতায় এটি লিভারপুলের শততম গোল।

বিরতির পরে ৫১ মিনিটে এ্যালেক্স ওক্সালেড-চেম্বারলেইনের থ্রু বল থেকে সালাহ বাম পায়ের জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন। কিছুক্ষণ পরেই কানের পাস থেকে ফারমিনো দলের পক্ষে তৃতীয় গেল করেন। ৫৯ মিনিটে বদলী বেঞ্চ থেকে উঠে এসে হ্যামার্সদের হয়ে সান্তনাসূচক এক গোল করেন মিখাইল এন্টোনিও। ৭৭ মিনিটে এন্ড্রু রবার্টসনের ক্রস থেকে মানে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেন।

ওয়েস্ট হ্যাম বস ডেভিড ময়েস বলেছেন, ‘‘পুরো ম্যাচে আমরা বেশ কিছু সুযোগ পেয়েছি। কিন্তু তাঁদের ফরোয়ার্ডদের আমরা আটকাতে পারিনি। সব মিলিয়ে আমরা এমন একটি দলের কাছে আজ হেরেছি যাঁরা সত্যিকার অর্থেই দারুন ফর্মে আছে।’’

এদিকে নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে এবারের লিগে উন্নীত হওয়া দুই দল হাডার্সফিল্ড ও ব্রাইটন অবনমন থেকে নিজেদের বেশ ভালোভাবেই রক্ষা করেছে। টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ব্রমউইচকে ২-১ গোলে পরাজিত করে হাডার্সফিল্ড লিগে জয় অব্যাহত রেখেছে। দলের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন রাজীব ভান লা পারা ও স্টিভ মাউন্টি। এই পরাজয়ে প্রিমিয়ার লিগের অবনমন পর্যায় থেকে সাত পয়েন্ট পিছিয়ে গেল ওয়েস্ট ব্রম।

সোয়ানসি সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে ব্রাইটন। গ্লেন মারের জোড়া গোলের পরে ম্যাচের শেষের দিকে এন্থনি নকার্ট ও জার্গেন লোকাডিয়ার গোলে ব্রাইটনের বড় জয় নিশ্চিত হয়। একইসাথে ওয়েলসের দল সোয়ানসি আবারো অবনমন পর্যায়ে নেমেছে।

ম্যাচের একেবারে শেষ মিনিটে বদলী বেঞ্চ থেকে উঠে আসা মানোলো গাব্বিয়াডিনি গোল করে বার্নলির বিপক্ষে সাউদাম্পটনের ১-১ গোলের ড্র নিশ্চিত করেছেন। এর ফলে গোল ব্যবধানে ড্রপ জোন থেকে এক পয়েন্ট উপরে উঠে এখনো নিজেদের বাঁচিয়ে রেখেছে সাউদাম্পটন।

Loading...