loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বাংলা একাডেমি গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা


বাংলা একাডেমি গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে চারটি ‘গুণীজন স্মৃতি পুরস্কার ২০১৮’ ঘোষণা করেছে এই মেলার আয়োজক বাংলা একাডেমি। পুরস্কারগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে প্রদান করা হবে। বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ রোববার (২৫ ফেব্রুয়ারি ) এ-তথ্য জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

২০১৭ সালে প্রকাশিত বইয়ের জন্য এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়েছে। দেশের বিশিষ্ট চারজন ব্যক্তির নামে পুরস্কারগুলোর প্রবর্তক বাংলা একাডেমি। একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

২০১৭ সালে প্রকাশিত বিষয়বৈচিত্র্য ও গুণমানমানসম্পন্ন সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রথমা প্রকাশনকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০১৮’-এর জন্য মনোনীত করা হয়েছে। গুণগতমান ও শৈল্পিক বিচারে অলকানন্দা প্যাটেল রচিত ‘পৃথিবীর পথে হেঁটে’ গ্রন্থের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, সুফি মুস্তাফিজুর রহমান রচিত ‘বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক উত্তরাধিকার’ গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্স, মঈন আহমেদ সম্পাদিত ‘মিনি বিশ্বকোষ পাখি’ গ্রন্থের জন্য সময় প্রকাশন ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে।

এ ছাড়া ২০১৭ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য চন্দ্রাবতী একাডেমিকে ‘রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ এবং ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে কথাপ্রকাশ-কে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৮’ প্রদান করা হবে।

Loading...