loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বেসিস ই-কমার্স জোটের নতুন কমিটি


বেসিস ই-কমার্স জোটের নতুন কমিটি

বেসিস সফটএক্সপো ২০১৮’র তৃতীয় দিনে বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটঅয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স জোটের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হয়েছেন বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, বাগডুম ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা কামরুন আহমেদ, মাস্টারকার্ডের বাংলাদেশ প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়া আশরাফ, এসএসএল ওয়্যারলেসের সিওও আশিষ চক্রবর্তী এবং প্রিয়শপ ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান। এই কমিটি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।

নতুন কমিটির নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। মন্ত্রী বলেন, বর্তমান সরকার ই-কমার্স খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি ই-কমার্সের উন্নতিতে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বেসিস ই-কমার্স জোটের নতুন আহ্বায়ক সোহেল বলেন, নতুন কমিটির সদস্যরা বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ, জোটবদ্ধভাবে কাজ করে যাবে নতুন ই-কমার্স অ্যালায়েন্স। এ কমিটি ই-কমার্স নীতিমালা, পেমেন্টসহ বিভিন্ন চ্যালেঞ্জ সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...