loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

১৩ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিন


১৩ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার জামিন

‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতি মামলায় যুক্তিতর্কের শুনানির জন্য ১৩ মার্চ পরবর্তী তারিখ ঘোষণা করে ওইদিন পর্যন্ত অপর মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল -- বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। খালেদার আইনজীবী আব্দুর রেজাক খানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ সোমবার (২৬ ফেব্রুয়ারি) খালেদার জামিন বাড়ানোর আদেশ দেন। এর আগে গতকাল ওই আদালত খালেদার জামিনের মেয়াদ একদিন বাড়িয়ে আজ সোমবার পর্যন্ত মঞ্জুর করেছিলেন।

খালেদাসহ অপর তিন জনকে আসামি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১১ সালের অগাস্ট মাসে তেজগাঁও থানায় ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতি মামলা দায়ের করে। ক্ষমতার অপব্যবহার করে অজ্ঞাত উৎস থেকে ট্রাস্টের জন্য অর্থ লেনদেনের অভিযোগ আনা হয় মামলায়। এই মামলার অন্য আসামীরা হলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান।

এর আগে ৮ ফেব্রুয়ারি ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়া হয় খালেদাকে। বর্তমানে তিনি ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমানসহ এই মামলার অপর পাঁচ আসামীকে ১০ বছরের কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এই দুই মামলা ছাড়াও নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা চলমান রয়েছে। তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

Loading...