loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বার্লিন চলচ্চিত্র উৎসবে নারীদের জয়জয়কার


বার্লিন চলচ্চিত্র উৎসবে নারীদের জয়জয়কার

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। প্রতিবছরের মত এবারো জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ৬৮তম এ উৎসবটি শেষ হয়েছে গত রোববার (২৫ ফেব্রুয়ারি)। ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া দশ দিনব্যাপী এ উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল রোববার। গত বছরের মত এবারেও সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন একজন নারী। সেরা চলচ্চিত্রের জন্য এবারে গোল্ডেন বিয়ার পুরস্কার পেয়েছে রোমানিয়ান চলচ্চিত্র পরিচালক আদিনা পিনতিলের ‘টাচ মি নট’। সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ‘টুয়ার্জ’। দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হয় আরেকজন নারী নির্মাতা মাওগোসাতা সুমভস্কা পরিচালিত পোল্যান্ডের ছবি ‘মাগ’। এবারের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘সিলভার বিয়ার’ পুরস্কার প্রদান করা হয় অ্যানিমেশন ছবি ‘আইল অব ডগস’-এর পরিচালক ভেজ এন্ডারসনকে। তাঁর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন অভিনেতা বিল মারে, যিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্র একটি কুকুরের সংলাপে কণ্ঠ দেন।

নতুন দিক উন্মোচনের জন্য সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কার গিয়েছে ‘দ্য হেইরিসেস’ এর হাতে সেরা পরিচালকের জন্য সিলভার বিয়ার পেয়েছেন ওয়েস অ্যান্ডারসন, ‘ইসলে অব ডগস’ চলচ্চিত্রের জন্য।সেরা অভিনেতা হয়েছেন অ্যান্থনি ব্যাজন, সেরা অভিনেত্রী অ্যানা ব্রুন। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য গোল্ডেন বিয়ার পেয়েছে ‘দ্য ম্যান বিহাইন্ড দ্য ওয়াল’।

বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রতিবারই আরেকটি সিলভার বিয়ার দেওয়া হয় চিত্রগ্রহণ, সম্পাদনা অথবা শিল্পনির্দেশনা বিভাগে। রুশ ছবি দোভলাতোভ-এর শিল্পনির্দেশনায় অবদান রাখার জন্য এই পুরস্কার পেলেন আরও একজন নারী-ইয়েলেনা অকোপনায়া।

Loading...