loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

৩ মাসের মধ্যে জেলা সদরে বাংলালিংক ফোর জি


৩ মাসের মধ্যে জেলা সদরে বাংলালিংক ফোর জি

বেসরকারি মোবাইল ফোন সংযোগ-প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক ইতোমধ্যে বাংলাদেশের প্রধান বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক-সেবা (ফোর জি) সেবা চালু করেছে। আগামী রমজান মাসের আগেই দেশের ৩০ শতাংশ এলাকা ফোর জি নেটওয়ার্কের আওতায় আনবে প্রতিষ্ঠানটি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে বাংলালিংক-এর প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের সিইও এরিক অস এ-কথা জানান।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বাংলালিংক নেটওয়ার্ক-সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গ্রাহকদের উন্নততর ডিজিটাল সেবা দিতে প্রতিষ্ঠানটি চলতি মাসে তিন হাজার কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করেছে -- যা বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা-প্রদানকারীদের মধ্যে অন্যতম সর্বোচ্চ বিনিয়োগ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মাইক মাইকেল বলেন, থ্রি জির দামেই গ্রাহক ফোর জি সেবা পাচ্ছে। ফোর জি সেবার জন্য গ্রাহকদের বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে না। এছাড়া সিম প্রতিস্থাপনের সময় গ্রাহককে বিনামূল্যে আকর্ষণীয় মোবাইল ডেটা (ইন্টারনেট) দেওয়া হচ্ছে। গুলশান, ধানমন্ডি, মতিঝিলসহ রাজধানীর অন্যান্য এলাকা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে বাংলালিংকের ফোর জি সেবা পাওয়া যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Loading...