loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বুধবার কাতার যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল


বুধবার কাতার যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

সাত মাস আগে থেকেই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ২৭ মার্চ লাওসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে তার আগে প্রথমে কাতার ও পরে থাইল্যান্ডে লাল সবুজের দল করবে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিবে দলটি। দুই সপ্তাহের ক্যাম্পের লক্ষ্যে আজ বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। কাতারের ক্যাম্পের জন্য বাংলাদেশের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন মঙ্গলবার।

একদা দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ নামে পরিচিত সাফ ফুটবলে আধিপত্য ছিল বাংলাদেশের। তবে সেই ২০০৫ সালের পর কখনো আর সাফের ফাইনালে খেলা হয়নি তাদের। বরঞ্চ নিচের দিকে ছুটতে ছুটতে দুর্বল ভুটানের বিপক্ষেও হারে এখন বাংলাদেশ। ২০১৬ সালে ভুটান বিপর্যয়ের পর তো জাতীয় দলের কার্যক্রম স্থবির ছিল পুরোপরি। অ্যান্ড্রু ওর্ডের অধীনে ১৩ ফেব্রুয়ারি বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পের মাধ্যমে যা শুরু হয়েছে আবার।

২৪ সদস্যের বাংলাদেশ দল :

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, ফয়সাল মাহমুদ, মামুনুল ইসলাম মামুন, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মোহাম্মদ আব্দুল্লাহ, বিপলু আহমেদ, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ ইব্রাহীম, জাফর ইকবাল, রহমত মিয়া, মাহবুবুর রহমান, সাদ্দাম হোসেন অ্যানি, মোহাম্মদ স্বাধীন, মোহাম্মদ আলী হোসেন, উত্তম কুমার বণিক, তৌহিদুল আলম সবুজ, এম. এম. মঞ্জুরুর রহমান, নুরুল নাইয়ুম ফয়সাল, মাহফুজ হাসান প্রীতম, সুশান্ত ত্রিপুরা।

Loading...