loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বিদায়ের সুর একুশে গ্রন্থমেলায়


বিদায়ের সুর একুশে গ্রন্থমেলায়

আজ শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। মেলায় বিদায়ের সুর বেজে উঠেছে। সেই সাথে শেষ মুহূর্তের বিক্রিও চলছে উল্লেখযোগ্যভাবে। শেষ সময়ে বই বিক্রির অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন প্রকাশকরা। মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন অনেক স্টল মালিক। মেলায় শেষ সপ্তাহে বিক্রি বেড়েছে অনেক।

একুশের গ্রন্থমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে লিটল ম্যাগাজিন চত্বর। এই চত্বরের দোকানগুলোতে সারাক্ষণই ক্রেতার ভিড় লেগে থাকে। সারাদেশের লেখকদের মিলনমেলায় পরিণত হয় এই চত্বর। বাংলা একাডেমির বর্ধমান ভবনের পাশে বহেড়া তলায় এই চত্বরে একশত চব্বিশটি স্টল হচ্ছে লিটন ম্যাগাজিনের। স্টলগুলোতে লিটন ম্যাগাজিন ও এইসব পত্রিকা থেকে প্রকাশিত বই বিক্রি হচ্ছে।

মেলায় লিটল ম্যাগাজিন বিক্রির অবস্থাও এবার সন্তোষজনক বলে বিক্রেতারা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, শংখচিল, ঘাসফুল, বিবর্তন, বৈঠক, দাগ, ছোট কাগজ, স্বপ্ন ৭১, শালুক, কবিতার রাজপথ, শাব্দিক, জমিন, ধ্রুপদ, রোদ্দুর, শ্লোক, মেলবন্ধন, পারাবত, কাশবন, করাতকল, ম্যাজিক লন্ঠন, কবিতা বাংলা, জলছবি, ব-বর্গীয়, মেঘ, মাটি, সপ্তবর্ণ, চিরকূট, দৃষ্টি, লোক, কবিতাওয়ালা, খনন’সহ বাহারি নামের স্টল। এবারের মেলায় লিট্ল ম্যাগাজিনের বিক্রিও অন্যান্য বছরের চেয়ে ভালো। সারাদেশে সাহিত্য চর্চায় নিয়োজিত তরুণ লেখকরা লিটল ম্যাগাজিনে লিখেন। মেলায় তাঁরা প্রথমেই লিটল ম্যাগাজিন ক্রয় করেন। সাহিত্য চর্চায় প্রাথমিক নেতৃত্ব দিচ্ছে এই সব ম্যাগাজিন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ‘বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা এবং বাংলাদেশে প্রকাশনার মান উন্নয়নের সমস্যা ’শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফজলে রাব্বি। প্রবন্ধ উপস্থাপন করেন খান মাহবুব। আলোচনায় অংশ নেন বদিউদ্দিন নাজির, রেজাউদ্দিন স্টালিন ও মোস্তফা সেলিম।

বুধবার বিকেল চারটায় মূল মঞ্চে রয়েছে ‘বাংলাদেশের আদিবাসী’ র্শীষক আলোচনা সভা। সন্ধ্যা ৬টায় রয়েছে অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিয়ষক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

Loading...