loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ডিআইআইটিতে ল্যাপটপ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


ডিআইআইটিতে ল্যাপটপ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি (ডিআইআইটি) এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ও সিএসই প্রোগ্রামের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও অন্যান্য সকল প্রোগ্রামের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার  বিতরণ করেছে। অনুষ্ঠানটি সোমবার (২৬ ফ্রেব্রুয়ারি) তারিখে  ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান মো. সবুর খান অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। বক্তব্য রাখেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও ডিআইআইটির অধ্যক্ষ মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

জাবি উপাচার্য বলেন, ডিআইআইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম। তিনি বলেন, ডিআইআইটির ছাত্রছাত্রীরা জানে কিভাবে সত্যিকারে শিক্ষা অর্জন এবং তা প্রয়োগ করতে হয়।

মো. সবুর খান ডিআইআইটি এবং ড্যাফোডিল পরিবারের প্রতিষ্ঠাসহ উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...