loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নোকিয়ার ফোর জি ‘ব্যানানা ফোন’ আসছে


নোকিয়ার ফোর জি ‘ব্যানানা ফোন’ আসছে

নোকিয়া’র আরেকটি ফিচার ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। রেট্রো ক্লাসিক রূপে ফিরিয়ে আনা হয়েছে নোকিয়া ৮১১০। ১৯৯৯ সালে আলোড়ন তোলা সিনেমা মেট্রিক্স-এ কিয়ানু রিভসের হাতে দেখানো ফোনের অবিকল এই ফোন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

ফোর জি ফিচারের এই ফোন ভারতের বাজারে কবে আসবে তা এখনও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে মে মাসে এই ফোন বাজারে আসতে পারে। নোকিয়া ৮১১০’র দাম ৭৯ ইউরো। তবে ভারতের বাজারে এর দাম নিয়ে এখনও মুখ খোলেনি সংস্থা। মনে করা হচ্ছে আন্তর্জাতিক বাজারের দামের আশপাশেই থাকবে ফোনটির দাম। ফোনটি পাওয়া যাবে হলুদ ও কালো -- এই দুটি রঙে। কলার মতো বাঁকানো নকশা আর হলুদ রঙের কারণে ডিভাইসটিকে বলা হচ্ছে ‘ব্যানানা ফোন’।

স্মার্ট ফিচার ওএস-এ চলবে নোকিয়া’র এই ব্যানানা ফোন। এতে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ না চললেও ডিভাইসটির জন্য আলাদা অ্যাপ স্টোর বানাচ্ছে এইচএমডি। এলটিই সমর্থনের পাশাপাশি কোয়ালকম ২০৫ মোবাইল প্লাটফর্ম প্রসেসর, ৫১২ এমবি রেম এবং চার জিবি স্টোরেজ থাকছে ডিভাইসটিতে। আর ২.৪ ইঞ্চি কিউভিজিএ পর্দার সঙ্গে দুই মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এতে। একবার পূর্ণ চার্জে ২৫ দিন সচল থাকবে ডিভাইসটি। 

চলতি বছরের মে মাসে বাজারে আসবে নোকিয়া ৮১১০।

Loading...