loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ঢাকায় আসছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি


ঢাকায় আসছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি

তিনদিনের রাষ্ট্রীয় সফরে রোববার (৪ মার্চ) ঢাকা আসছেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং। আড়াই শতাধিক সফরসঙ্গী নিয়ে বাংলাদেশ সফর করবেন দেশটির প্রেসিডেন্ট। তার সফরসঙ্গী হিসেবে থাকছে দেশটির ১০০ প্রতিষ্ঠানের দুই শতাধিক ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। ঢাকা সফরকালে ভিয়েতনামের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

২০১২ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিয়েতনাম সফর করেন। সেই সময় ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ভিয়েতনামের প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সে-আমন্ত্রণেই ঢাকা সফরে আসছেন ত্রান দাই কুয়াং। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ ব্যাংক ও রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, বাংলাদেশ ভিয়েতনামে রফতানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে কৃষি, চামড়াজাত ও প্রকৌশল পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, ওষুধ, খেলনা, আসবাব, বিশেষায়িত বস্ত্র, নিট ও ওভেন পোশাক এবং প্লাস্টিকসামগ্রী।আর ভিয়েতনাম মূলত খনিজ দ্রব্য, চাল, বস্ত্র ও বস্ত্রসামগ্রী, যন্ত্রপাতি ও প্লাস্টিক উপাদান, কৃষিপণ্য, পাল্প, পেপার ও পেপারবোর্ডসহ অন্যান্য পণ্য আমদানি করে বাংলাদেশ।

Loading...